1. admin@dainikkhoborchitra.com : admin :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে অবৈধভাবে প্লেট ঝুলিয়ে জমি ও বাড়ির মালিকানা দাবী করে হয়রানীর অভিযোগ তীব্র তাপদাহে কেশবপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ। কেশবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান , পুরুষ ও মহিলা ভাইস কে কি প্রতীক পেল কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Doa and Iftar mahfil organized by Keshavpur Reporters Club ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার-০৭। কেশবপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় প্রাইভেট গাড়ীসহ ৩ জন আটক অনুশিখা বাঁচতে চায় / একটি মানবিক সাহায্যের আবেদন চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে নাচোল থেকে ভুয়া সচিব গ্রেপ্তার

ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার-০৭।

দৈনিক খবরচিত্র ডেস্ক
  • সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩১ বার পঠিত
সংবাদটি শেয়ার করুন:

ইমামুল বাসার, বেনাপোল প্রতিনিধিঃ

যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

গত ইং-১৬/০৩/২৪ তারিখ অপহৃত ভিকটিম সোহাগ হোসেন ও হাবিবুর রহমানদ্বয় সবজি বিক্রি করে নগদ ৪,৫০,০০০/= টাকাসহ ঢাকা হতে বাসযোগে যশোর আসার পথে কোতয়ালী মডেল থানাধীন চাচড়া সাকিনস্থ জনৈক তরিকুল ইসলাম শাহিনের ২য় তলা ভবনের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর আসামাত্র পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা অপহরণকারীগণ ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহৃত দুজনকে বাস হতে নামিয়ে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে নগদ টাকা রেখে কেশবপুর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা যশোরের টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত করেন। ভিকটিমদের সহ অভিযান পরিচালনা করিয়া ২০/০৩/২৪ তারিখ যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য (১) হারুন অর রশিদ (৩৩), (২) পিয়াস হাসান (২৪), (৩) ইশতিয়াক আহম্মেদ (২৪), (৪) রাশেদ হাওলাদার (২৮), (৫) সোহেল আহম্মেদ বাবু (৩২), (৬) উজ্জ্বল হোসেন (৩০), (৭) হাফিজুর রহমান (৩২) দের গ্রেফতার করেন এবং তাদের দখল হতে চাঁদা আদায়ের নগদ ২,৫০,০০০/= টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন। আসামীরা সংঘবদ্ধ অপহরনকারী চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন যাবত এই পেশায় জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। আসামীরা ইতোপূর্বে অন্য কোন ঘটনা সংঘটিত করেছে কিনা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৮, তাং-২১/০৩/২৩ খ্রিঃ, ধারা-৩৬৫/৩৮৬/১৭০/৩৪ পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন তদন্ত করছেন।

আসামীদের নাম ঠিকানাঃ
(১) হারুন অর রশিদ (৩৩), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-তেঘুরিহুদা গাজীর বাজার, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ (২) পিয়াস হাসান (২৪), পিতা- সেকেন্দার আলী, সাং-টেংরালী মাঝেরপাড়া, থানা- শার্শা,
(৩) ইসতিয়াক আহম্মেদ (২৪), পিতামৃত- হোসেন মোহাম্মদ গফফার, সাং-জগদিসপুর, থানা- চৌগাছা,
(৪) রাশেদ হাওলাদার (২৮), পিতা- হানিফ, সাং-খরকি বর্মনপাড়া, থানা- কোতয়ালী,
(৫) সোহেল আহম্মেদ বাবু (৩২), পিতামৃত- আব্দুল মতলেব, সাং-নাভারন রেলবাজার, থানা-শার্শা,
(৬) উজ্জল হোসেন (৩০), পিতা-মোঃ আবুল কাশেম,সাং- গোগা গাজীপাড়া, থানা-শার্শা,
(৭) হাফিজুর রহমান (৩২), পিতা-মোঃ নুরুল আমিন, সাং-রাজগঞ্জ পুটখালী, বর্তমান ঠিকানা-বেনাপোল ৩নং ওয়ার্ড থানা- বেনাপোল পোর্ট, সর্বজেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
(১) নগদ ২,৫০,০০০/= টাকা।
(২) একটা মোবাইল সেট।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর