1. admin@dainikkhoborchitra.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কেশবপুরের পথ-প্রান্তর রাঙিয়ে তুলেছে রক্তরাঙা ফুল কৃষ্ণচূড়া কেশবপুরে অবৈধভাবে প্লেট ঝুলিয়ে জমি ও বাড়ির মালিকানা দাবী করে হয়রানীর অভিযোগ তীব্র তাপদাহে কেশবপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ। কেশবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান , পুরুষ ও মহিলা ভাইস কে কি প্রতীক পেল কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Doa and Iftar mahfil organized by Keshavpur Reporters Club ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার-০৭। কেশবপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় প্রাইভেট গাড়ীসহ ৩ জন আটক

ঐতিহাসিক মুজিবনগর দিবসে যশোর জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা

দৈনিক খবরচিত্র ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
সংবাদটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় প্রথম অস্থায়ী সরকার গঠন হয়। মুজিব নগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে। শুধু তাই নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই প্রথম সরকারের কুটনৈতিক প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর আগে ভারত এবং ভুটান এই সরকারকে স্বীকৃতি দেয়।

বর্তমানে বঙ্গুবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আগামী ২০৪০ সালে বাংলাদেশ হবে স্মার্ট দেশ। এজন্য স্মার্ট সিটিজেন প্রয়োজন। এটা করতে হলে জনগণকে শিক্ষিত হতে হবে। সেই সাথে নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

জেলা প্রশাসন

কালেক্টরেট সভা কক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, যশোরের পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক তহীদ মনি, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক লক্ষণ কুমার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল আলম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।

সরকারি মাইকেল মধুসূদন কলেজ

সরকারি মাইকেল মধুসূদন কলেজের আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম, প্রফেসর আখতার হোসেন, অনুষ্ঠানের আহবায়ক সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দীন, সহযোগী অধ্যাক ভারতী রানী হালদার, সহকারী অধ্যাপক আব্দুল মমিন, প্রভাষক আজিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান।

সরকারি মহিলা কলেজ

দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক সৈয়দ আহসান হাবীব, সহযোগী অধ্যাপক নাসিরুল ইসলাম, সহকারী অধ্যাপক গোলাম শাহরিয়ার প্রমুখ। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক হাসানুজ্জামান।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর